ভবিষ্যৎ পরিকল্পনা
১. পরিবর্তনশীল জলবায়ু মোকাবিলা করার জন্য স্বল্পসময়ে অধিক উৎপাদনক্ষম ও উচ্চ গুণাগুণ সম্পন্ন জাত, উন্নত উৎপাদন পদ্ধতি ও মান সম্পন্ন বীজ উৎপাদন।
২. ফসল সংগ্রোহত্তর ও সংরক্ষণ জনিত ক্ষতি কমানোর কলাকৌশল উদ্ভাবন।
৩. জিরা, এলাচ ও দারুচিনির জাত উন্নয়ন।
৪. পেঁয়াজ ও মরিচের হাইব্রিড জাত উন্নয়ন এবং মৌসুমী জলাবদ্ধতা সহিষ্ণু মরিচের জাত উন্নয়ন।
৫. মসলা ফসলের পরিবেশ বান্ধব সংরক্ষণ ও সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন করে স্বাস্থ্য ঝুঁকি কমানো।
৬. গুরুত্বপূর্ণ মসলা ফসলের উচ্চ মূল্যবান উদ্বায়ী তেল, অলিওরেজিন, অত্যাবশ্যকীয় তেল নিষ্কাশন, মাত্রা নিরুপণ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণজনিত প্রযুক্তি উদ্ভাবন।
৭. আদা, হলুদ, মরিচ ও ধনিয়া পাতার মাটিবিহীন (Soilless) চাষ এবং মসলাভিত্তিক ফসলধারা/আন্তফসল চাষ ।
৮. স্বল্পমুল্যের রসুন, আদা এবং হলুদ রোপণ, কর্তন ও বাছাইকরণ যন্ত্র উদ্ভাবন।
৯. চর, লবণাক্ত, খরা, বরেন্দ্র, পাহাড়, হাওড় এলাকা উপযোগী মসলার জাত উন্নয়ন, চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করে কৃষকের জীবনযাত্রার মান ও পুষ্টি উন্নয়ন।
১০. বসতবাড়ীর আঙ্গিনা, ছাদ, নতুন ফল বাগান, পতিত জমি উপযোগী মসলার জাত ও প্রযুক্তি মডেল উদ্ভাবন।
১১. গবেষণার মাধ্যমে উদ্ভাবিত উন্নত প্রযুক্তি মাঠ পর্যায়ে উপযোগীতা যাচাই, প্রশিক্ষণ, প্রকাশনা ও প্রচারের মাধ্যমে কৃষকদের মাঝে সম্প্রসারণ করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS